মিথোস্কোপিডিয়া
মিথোস্কোপিডিয়া ইন্টারনেট ভিত্তিক উন্মুক্ত পৌরাণিক বিশ্বকোষ। এখানে বিশ্বের যে কোন পুরাণজ্ঞ মনীষী শ্বরবিজ্ঞান, পুরাণ ও সাম্প্রদায়িক পুস্তক-পুস্তিকা বিষয়ক বিষয়বস্তু সম্পাদনা করতে পারেন। এই বৈদ্যুতিক ভূমি সারা বিশ্বের বিভিন্ন সাম্প্রদায়িক ও পারম্পরিক গোষ্ঠী জাতি এবং গোত্রের ৫,০০০ পুরাণজ্ঞ মনীষীর স্বেচ্ছা শ্রমে নির্মিত। এটিকে সমৃদ্ধ করতে সর্ব শ্রেণীর মনীষীগণ এগিয়ে আসুন।
১. মিথোস্কোপিডিয়া সম্পূর্ণ অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক বহুমাত্রিক প্রতিষ্ঠান। এটি কোন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়।ইংরেজি মিথ (Myth), স্কোপ (Scope) ও পিডিয়া (-pedia) এই পরিভাষা তিনটির সমন্বয়ে গঠিত হয়েছে মিথোস্কোপিডিয়া (Mythoscopedia)। এর অর্থ পুরাণ বীক্ষণ কোষ (পৌরাণিক পরিভাষার মূলক উদ্ঘাটন অভিধান)। তাই; এর অন্যনাম মিথোস্কোপ (Mythoscope)।
২. এটি এমনএকটি বৈদ্যুতিক ভূমি ( Website) যে; এটি সারা বিশ্বের সব সাম্প্রদায়িক ও পারম্পরিক মতবাদের কঠিন ও দুর্বোধ্য রূপক, উপমান, চারিত্রিক ও ছদ্মনাম পরিভাষার ভাবার্থ ও মূলক উদ্ঘাটনে সর্বাধিক সহায়তা করে।
৩. এটি সবকিছুর মূল নিয়ে আলোচনা করে।
৪. এটি সত্য ও বাস্ততা উদ্ঘাটনে কাজ করে।
৫. এটি এর প্রচার ও প্রসার দ্বারা সাম্প্রদায়িক গোঁড়ামি ও কুসংস্কার দূর হয়।
বিশ্বের সব সাম্প্রদায়িক গ্রন্থে যতো পৌরাণিক কালজয়ী মনিষীর কথা বর্ণিত হয়েছে; সবাই কেবল নিজেকে চেনাজানার কথা বলেছেন; আর শুধু তাদেরকেই অনুসরণ করতে বলে গেছেন; কিন্তু নিজেকে চেনাজানার পদ্ধতি কেউ দেখিয়ে যান নি। মহাধীমান বলন কাঁইজি নিজেকে চেনাজানার অতি সহজ পদ্ধতি উদ্ঘাটন করেছেন। এমনকি; বিশ্বে যতো সাম্প্রদায়িক-পারম্পরিক পুস্তক-পুস্তিকায় প্রেমকাহিনী, যুদ্ধ, স্থান ও স্থাপনা, উৎসব, প্রতীক, পৌরাণিক সংখ্যা, পৌরাণিক পরিভাষা, ঐশিবাণী, ভবিষৎবাণী, বনবাস বা দ্বীপান্তর, ভ্রমণ, মহামানব, দেব-দেবী, সৃষ্টিকর্তা, স্বর্গ-নরক, মহাপ্রলয়, পুনরুত্থান মতবাদ রয়েছে; এগুলোর উপমিত বাস্তবতা যে মানবদেহেই বিদ্যমান তার পাঠ উদ্ধার করেছেন।
পৌরাণিক চরিত্রায়ন সত্তা সারণী
পৌরাণিক সংখ্যা সারণী
পৌরাণিক রূপক সংখ্যার সারণী। এসব সংখ্যা দ্বারাই বিশ্বের সব শ্বরবিজ্ঞান ও পুরাণ রচনা করা হয়েছে। এতে ১৬টি সংখ্যার অথবা আছে। অথবাগুলো ব্যতীত ২১০টি সংখ্যা আছে।
পৌরাণিক রূপক সংখ্যার সারণী। এসব সংখ্যা দ্বারাই বিশ্বের সব শ্বরবিজ্ঞান ও পুরাণ রচনা করা হয়েছে। এতে ১৬টি সংখ্যার অথবা আছে। অথবাগুলো ব্যতীত ২১০টি সংখ্যা আছে।